অর্থনীতি

পাঁচদিনে আলিফ ইন্ডাস্ট্রিজের দাম কমলো ৪৩ কোটি টাকা

পাঁচদিনে আলিফ ইন্ডাস্ট্রিজের দাম কমলো ৪৩ কোটি টাকা

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে সপ্তাহজুড়ে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। এ দাম কমার তালিকায় নেতৃত্ব দিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচদিনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ৪৩ কোটি টাকার ওপরে কমে গেছে।

Advertisement

বিনিয়োগকারীদের বড় অংশই এ প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ৫৭ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৮ টাকা ৯০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৪৩ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৮৩১ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৬৫ টাকা ৬০ পয়সা।

শেয়ার দামে এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এর আগে কোম্পানিটি ২০২৩ সালে ১৭ শতাংশ নগদ, ২০২২ সালে ১২ শতাংশ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ এবং ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

Advertisement

২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৩৫টি। এর মধ্যে ৩০ দশমিক ২৪ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২ দশমিক ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ১৬ শতাংশ শেয়ার আছে।

আলিফ ইন্ডাস্ট্রিজের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল লিন্ডে বাংলাদেশ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৯ দশমিক ৭৮ শতাংশ। ৯ দশমিক শূন্য ৯ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- জিল বাংলা সুগার মিলের ৮ দশমিক ৯৯ শতাংশ, রবি’র ৭ দশমিক ৪৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬ দশমিক ৪২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬ দশমিক ২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬ দশমিক ২১ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৫ দশমিক ৮২ শতাংশ এবং এইচ আর টেক্সটাইলের ৫ দশমিক ৭৫ শতাংশ দাম কমেছে।

এমএএস/এমএএইচ/

Advertisement