দেশজুড়ে

বগুড়ায় ফাঁকা রাস্তায় ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

বগুড়ায় ফাঁকা রাস্তায় ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

বগুড়ার ধুনটে চিকাশি-সোনাহাটা পাকা সড়কের বড়চাপড়া বাজার এলাকায় ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

শনিবার (২২ মার্চ) স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরে আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার চিকাশি ইউনিয়নের বড়চাপড়া বাজারের অদূরে পশ্চিম পাশে ফাঁকা রাস্তায় শুক্রবার রাত প্রায় ৯টায় কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন আশপাশের এলাকার মানুষ। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি ও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

তিনি আরও বলেন, পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএন/এএসএম