অর্থনীতি

ছুটছে প্রোগ্রেসিভ লাইফ 

ছুটছে প্রোগ্রেসিভ লাইফ 

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি জীবন বিমা কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক মাসের মধ্যে কোম্পানিটি শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এভাবে শেয়ারের দাম বাড়লেও দীর্ঘদিন ধরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে পারছে না। ২০১৯ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে পারেনি।  

Advertisement

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দিলেও শেয়ারবাজারের এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার পছন্দের শীর্ষে ছিল। ফলে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষস্থান দখল করেছে এই জীবন বিমা কোম্পানিটি।  

সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩০ দশমিক শূন্য ৬ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ২৩ কোটি ৯৬ লাখ ৬১ হাজার ৫৯০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬২ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৪৭ টাকা ৯০ পয়সা।  

শুধু গত সপ্তাহে নয়, ১৯ ফেব্রুয়ারির পর থেকেই কোম্পানিটির শেয়ারের দাম টানা বাড়ছে। ১৯ ফেব্রুয়ারি কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৫ টাকা। সেখান থেকে টানা বেড়ে ৬২ টাকা ৩০ পয়সা হয়েছে। অর্থৎ প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২৭ টাকা ৩০ পয়সা।  

Advertisement

আরও পড়ুনডিএসইর বাজার মূলধন কমলো ৪ হাজার কোটি টাকা ব্যাংকে ক্ষুদ্র আমানতকারীর হিসাব ও স্থিতি বেড়েছে 

অন্যভাবে বলা যায়, কোনো বিনিয়োগকারী ১৯ ফেব্রুয়ারি প্রোগ্রেসিভ লাইফের এক লাখ টাকার শেয়ার কিনলে এখন তার দাম এক লাখ ৭৮ হাজার টাকা। অর্থাৎ এক লাখ টাকার শেয়ার কিনে এক মাস ধরে রাখলে ৭৮ হাজার টাকা মুনাফা হয়েছে।  

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। তার আগে ২০১৮ সালে ১২ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৫ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৯ সালের পর আর কোনো লভ্যাংশ দিতে না পারায় কোম্পানিটি বর্তমানে পচা ‘জেড’ গ্রুপে রয়েছে।  

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৬টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে রয়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে ৫০ দশমিক ৪৩ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১০ দশমিক ৭৫ শতাংশ।  

প্রোগ্রেসিভ লাইফের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল শাইনপুকুর সিরামক। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৬ শতাংশ। ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।  

Advertisement

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশ। এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ডের ১৮ দশমিক ৭৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১৮ দশমিক ৪৮ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ১৮ দশমিক ৪২ শতাংশ দাম বেড়েছে। এছাড়া ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের ১৭ দশমিক ৮৬ শতাংশ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ১৪ দশমিক ৭৫ শতাংশ এবং একমি পেস্টিসাইডের দাম বেড়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ।  

এমএএস/কেএসআর