জাতীয়

ঢাকায় এমন আবহাওয়া থাকবে কতদিন

ঢাকায় এমন আবহাওয়া থাকবে কতদিন

সারাদেশের তাপমাত্রা কমে গরম অনেকটা কমেছে। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশে সারাদেশে আরামদায়ক আবহাওয়া বিরাজ করছে। রাজধানী ঢাকাতেও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

Advertisement

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, ঢাকায় এমন আবহাওয়া থাকতে পারে আগামীকাল রোববার পর্যন্ত। এ সময়ে বৃষ্টি হলেও সেটা ১০ মিলিমিটারের বেশি হবে না। এছাড়া দেশে অন্যান্য বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিচ্ছিন্ন ভাবে কম বেশি বৃষ্টি হতে পারে।

শনিবার আবহাওয়া নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আগামীকাল রোববারও সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার শুধু সিলেট বিভাগের বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Advertisement

তিনি জানান, সোমবার থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এসএনআর/এএসএম

Advertisement