সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর একটু প্রশান্তি পেতে কে না চায়। তাইতো ইফতারের শুরুতেই শরবতের জন্য মরিয়া হয়ে উঠে ছোট-বড় সবাই। ইফতারে থাকে বাহারি সব শরবত। বেশিরভাগ সময়ই লেবু বা বিভিন্ন ফলের শরবত থাকে ইফতারে। তবে আজকাল স্বাদে ভিন্নতা আনার জন্য অনেকেই ইন্টারনেট দেখে বানিয়ে নেন বাহারি সব শরবত।
Advertisement
আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো তুরস্কের জনপ্রিয় শরবত আয়রানের রেসিপি। অল্প কিছু উপকরণে ঘরেই বানিয়ে নিতে পারবেন মজাদার এই শরবত।
উপকরণ-দুই কাপ টক দইদুই কাপ ঠান্ডা পানিআধা চা-চামচ গোলমরিচের গুঁড়াসামান্য ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ বিট লবণ১ টেবিল চাম চিনি৫-৬টি লেবুর ছোট টুকরো৪-৫টিপুদিনাপাতা ও স্বাদমতো লবণ
আরও পড়ুন:
Advertisement
পদ্ধতিলেবু ও পুদিনাপাতা ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার টুকরো করে রাখা লেবুগুলো থেঁতো করে নিন। তারপর শরবতের মিশ্রণটি ঢেলে পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুণ আপনার পছন্দের গ্লাসে।
জেএস/এমএস