আন্তর্জাতিক

চার দেশের কয়েক লাখ লোকের বৈধতা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

চার দেশের কয়েক লাখ লোকের বৈধতা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৫ লাখ ৩০ হাজার মানুষের অস্থায়ী বৈধতার আদেশ বাতিল করতে যাচ্ছে। তারা মূলত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিক।

Advertisement

অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

২৪ এপ্রিল থেকে এই পদক্ষেপ কার্যকর হবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া একটি সুবিধার আওতায় তারা যুক্তরাষ্ট্রে আকাশ পথে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

বাইডেন ২০২২ সালে ভেনেজুয়েলার নাগরিকদের জন্য প্যারোল প্রবেশ কর্মসূচি চালু করেন এবং ২০২৩ সালে কিউবান, হাইতিয়ান এবং নিকারাগুয়ানদের এই সুবিধা দেন। এখন ট্রাম্প প্রশাসন তা বাতিল করতে যাচ্ছে।

Advertisement

তবে এই অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে এমন কোনো নির্দেশ এখনো ট্রাম্প দেননি। অনেকের মতে, আইনি সুরক্ষা প্রত্যাহার করে আগে এই অভিবাসীদের অবৈধ করবেন ট্রাম্প। এরপরেও তারা যুক্তরাষ্ট্রে থাকলে তা অবৈধ হিসেবেই গণ্য হবে। তখন তাদের বিতাড়নে আর কোনও বাধা থাকবে না।

যারা অবৈধ ভাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত পেরিয়েছেন বা ভিসার মেয়াদ শেষের পরেও অবৈধভাবে দেশটিতে থেকে গেছেন, তাদের প্রতি মার্কিন সরকারের অবস্থান কঠোর।

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছেন ট্রাম্প। ভারতেও বেশ কয়েক দফায় অবৈধবাসীদের ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার হোয়াইট হাউজের ঘোষণার পর থেকে অনিশ্চয়তায় ভুগছেন যুক্তরাষ্ট্রের বসবাসকারী ওই চার দেশের নাগরিকেরা।

সূত্র: রয়টার্স

Advertisement

এমএসএম