অর্থনীতি

রমজানে স্বস্তির প্রার্থনায় আরএফএল ওয়াটার পাম্পের ফ্রি সার্ভিস

রমজানে স্বস্তির প্রার্থনায় আরএফএল ওয়াটার পাম্পের ফ্রি সার্ভিস

পবিত্র রমজান মাসে নির্বিঘ্নে ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে আরএফএল ওয়াটার পাম্প ‘স্বস্তির প্রার্থনা’ নামে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী মসজিদ ও মাদরাসায় বিনামূল্যে পানির পাম্প রিপেয়ার সার্ভিস করা হচ্ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ৩০ মার্চ পর্যন্ত।

Advertisement

রমজান মাসে মসজিদ ও মাদরাসায় পানির চাহিদা বাড়ে। আরএফএল ওয়াটার পাম্প এ উদ্যোগের মাধ্যমে নিরবচ্ছিন্ন পানির সরবরাহ নিশ্চিত করতে চায়, যেন ধর্মপ্রাণ মানুষেরা স্বস্তিতে ইবাদত করতে পারেন।

আরও পড়ুন

নিশ্চয়তা-অনিশ্চয়তার দোলাচলে ঈদ বাণিজ্য প্রতি সপ্তাহে বাড়ে সোনার দাম, ঈদেও গহনা বিক্রিতে ভাটা

আরএফএলের কাস্টমার কেয়ারের টোল-ফ্রি নম্বরে (০৮০০৭৭৭৭৭৭৭) কল করে অথবা আরএফএল ওয়াটার পাম্পের অফিসিয়াল ফেসবুক পেজে বার্তা পাঠানোর মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।

Advertisement

আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম বলেন, রমজান সংযম ও ইবাদতের মাস। ধর্মপ্রাণ মুসলমানরা যাতে নির্বিঘ্নে ইবাদত করতে পারেন, সে লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আরএফএল গ্রুপ সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, এই কার্যক্রম তারই প্রতিফলন।

কেএসআর/এমএস