পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত উপজেলার আব্দুল মালেক (৫০) পাইকরহাটি গ্রামের তায়জল শেখের ছেলে। অভিযুক্ত মো. মানিক (২৫) তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবা ও ছেলের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব ছিল না। তবে ছেলে মানিক তেমন কাজ করতে চাইতেন না। শনিবার সকালে বাবা মালেক মাঠে কৃষি কাজে বের হওয়ার সময় মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে তিনি পালিয়ে যান।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথাকাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমিও যাচ্ছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার চেষ্টা চলছে।
Advertisement
আলমগীর হোসাইন/এমএন/এমএস