দেশজুড়ে

বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

পটুয়াখালীর কলাপাড়ায় বিবাহের চার মাসের মাথায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাফিয়া (১৬) নামের ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মাফিয়া। তবে পরিবারের দাবি স্বামী মেহেদী হাসান তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাচ্ছেন। এ ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

Advertisement

বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত ১১টার দিকে উপজেলার কুয়াকাটা পৌর এলাকার পান্জুপাড়ায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, চার মাস আগে পারিবারিকভাবে পান্জুপাড়া গ্রামের মো. হারিছ হাওলাদারের মেয়ে মাফিয়ার সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মো. কুদ্দুস হাওলাদারের ছেলে মো. মেহেদি হাসানে।

মাফিয়ার মা হাফিজা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকে মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছেন। বৃহস্পতিবার দুপুরে মাফিয়া তার ছোটবোন মারিয়াকে (১০) তাদের বাড়িতে যেতে বলেন। এসময় মারিয়া ওই বাড়িতে গিয়ে মেহেদী মাফিয়াকে ব্যাপক মারধর করছে দেখতে পেয়ে বাড়িতে এসে বলে দেন। রাত সাড়ে ৮টার দিকে মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন দিয়ে মাফিয়া গলায় দড়ি দিয়েছেন বলে জানান। পরে তারা ওই বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ জানান, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম