খেলাধুলা

অখ্যাত হাসান নওয়াজে রেকর্ড গড়া জয় পাকিস্তানের

অখ্যাত হাসান নওয়াজে রেকর্ড গড়া জয় পাকিস্তানের

আগের দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। অকল্যান্ডে আজ শুক্রবার তৃতীয় টোয়েন্টিতে হারলে সিরিজও হাতছাড়া হতো। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান ফিরলো ভয়ংকর রূপে।

Advertisement

অখ্যাত হাসান নওয়াজের বিধ্বংসী এক সেঞ্চুরিতে ভর করে ১৬ ওভারে ২০৫ রানের লক্ষ্য তাড়া করে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে পাকিস্তান, জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

টি-টোয়েন্টিতে দুইশোর বেশি রান তাড়া করে সবচেয়ে কম ওভারে জয়ের রেকর্ড এটি। নিউজিল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ডও হলো আজ। দুই ইনিংসে মোট রান হয়েছে ৪১১।

আগের দুই টি-টোয়েন্টিতে কোনো রান করতে পারেননি এ সিরিজে অভিষেক হওয়া নওয়াজ। কিন্তু ২২ বছর বয়সী এ তারকা তৃতীয় ম্যাচে ভেতরে জমে থাকা শক্তির বিস্ফোরণ ঘটালেন ডিনামাইটের মতো। দুদিক থেকে আক্রমণে আসা নিউজিল্যান্ডের বোলিং লাইনআপকে চূর্ণবিচূর্ণ করে দিলেন তিনি।

Advertisement

৪৫ বলে ১০৫ রানের (১০ চার ও ৭ ছক্কা) হার না মানা এক ইনিংস খেলেছেন নওয়াজ। তার সঙ্গে অপরপ্রান্ত থেকে কিউই বোলারদের শাসিয়েছেন অধিনায়ক সালমান আলী আগা। ৩১ বলে ৫১ রান করে তিনিও অপরাজিত থাকেন।

এর আগে নিউছিল্যান্ডের ২০৫ রানের জবাবে দিতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ হারিস। ২০ বলে ৪১ রান করে আউট হন পাকিস্তান ওপেনার। এরপরই দ্বিতীয় উইকেটে ৬১ বলে অবিচ্ছিন্ন ১৩৩ রানের ম্যাচজয়ী জুটি নওয়াজ ও সালমান আগার।

নিউজিল্যান্ডের বড় অথচ ব্যর্থ পুঁজি গড়ার পথে অবদান রাখেন মার্ক চাপম্যান। ৪৪ বলে ৯৪ রান করেন তিনি। অধিনায়ক মাইকেল ব্রাসওয়েল করেন ১৮ বলে ৩১ রান। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। ১৯.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় নিউজিল্যন্ড।

বল হাতে পাকিস্তানের হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন হারিস রউফ। ২টি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি, আববার আহমেদ ও আব্বাস আফ্রিদি।

Advertisement

এমএইচ/জিকেএস