একুশে বইমেলা

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য ‘হজ ও ওমরাহ গাইড’

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য ‘হজ ও ওমরাহ গাইড’

যারা হজ ও ওমরাহ করবেন; তাদের জন্য অতি প্রয়োজনীয় একটি বই ‘হজ ও ওমরাহ গাইড’। লিখেছেন গাজী মুনছুর আজিজ। প্রকাশ করেছে বাবাই পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান।

Advertisement

বইটিতে হজ ও ওমরাহর যাবতীয় তথ্য রয়েছে। এ ছাড়া মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবিসহ বর্ণনা আছে। সঙ্গে আছে মক্কা ও মদিনার প্রয়োজনীয় নানা তথ্য।

বইটি সম্পর্কে অভিমত দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতি, সাবেক মহাসচিব ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য ফারুক আহমদ সরদার।

আরও পড়ুন

Advertisement

রাজ মাসুদ ফরহাদের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব বুক রিভিউ লিখে জিতুন পুরস্কার

তাদের অভিমত, ‘বাংলাদেশ থেকে যারা হজ বা ওমরাহ পালন করতে মক্কা-মদিনায় যাবেন; তাদের জন্য সহায়ক হিসেবে বইটি কাজে আসবে।’

বইটির দাম ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের উত্তর গেটের আল-ইসলাম ব্রাদার্সে। ফোনে অর্ডার করতে পারেন ০১৮২৩৮৮০১৫৮ নম্বরে। অনলাইনে পাবেন রকমারি এবং বাতিঘর ডটকমে।

এসইউ/এমএস

Advertisement