তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় বড়পর্দার অভিনেতা সিয়াম আহমেদ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এবার তারা আসছে ঈদের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। এই দুই শিল্পী একসঙ্গে কখনো অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান।
Advertisement
সিয়াম-হিমি পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন। এই গানটির মাধ্যমেই এই দুই অভিনয়শিল্পীর কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয়েছে চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।
প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকরা এতদিন শুধু তাদের অভিনয় করতেই দেখেছেন এবার ইত্যাদিতে দেখবেন সংগীতশিল্পী হিসাবে। এই গানটিও ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করা যায়।
আরও পড়ুন ঈদ ‘ইত্যাদি’র বিদেশি পর্বের চমকে যা থাকছে ঈদে ইত্যাদির চমক ৪ নায়িকার নাচপ্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
Advertisement
এমএমএফ/জিকেএস