নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতেই হার। পাঁচ ম্যাচ সিরিজে আজ হারলেই সিরিজ খুইয়ে বসবে পাকিস্তান। অকল্যান্ডে বাঁচামরার এই লড়াইয়ে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Advertisement
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা হারে ৫ উইকেটে। ফলে আর একটি ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে সফরকারীদের।
এই সিরিজে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বাদ দিয়ে একদম নতুন চেহারার দল গড়েছে পাকিস্তান। শক্তিমত্তায় তাই অনেকটাই পিছিয়ে পড়েছে তারা।
নিউজিল্যান্ড একাদশটিম শেইফার্ট, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচ হেই, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ইশ সোধি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স।
Advertisement
পাকিস্তান একাদশমোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, শাদাব খান, আবদুল সামাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, হারিস রউফ।
এমএমআর/জিকেএস