জাতীয়

গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান মুক্তি কাউন্সিলের

গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান মুক্তি কাউন্সিলের

গাজায় গণহত্যার বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। বৃহস্পতিবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

Advertisement

বিবৃতিতে গাজার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গাজায় বর্ণবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল বিমান হামলা করে ৪৮ ঘণ্টায় শিশুসহ ৯৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম প্রশাসনের মদদপুষ্ট সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে বিশ্ববাসী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করবে।

তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা ৪৯ হাজার ৫৪৭ জন থেকে ছাড়িয়ে বর্তমানে ৪৮ হাজার ৫৭৭ জনে এসে দাঁড়িয়েছে। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের এ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এসইউজে/এমএএইচ/জেআইএম

Advertisement