চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট রুটে যাত্রীবাহী লঞ্চ সেবা চালু করেছে কর্ণফুলী ক্রুজলাইন। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস নামে দুটি বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এই রুটে চলাচল করবে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সেবাটি চালু করেছে কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ।
Advertisement
কর্ণফুলী ক্রুজলাইনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেতুয়া থেকে সকাল ৮টায় জাহাজ ছেড়ে লালমোহনের মঙ্গলসিকদারে ঘাট করবে সাড়ে ৮টায় এবং তজুমদ্দিন ঘাটে পৌঁছাবে সকাল ৯টায়। এরপর বিকেল ৫টায় (সম্ভাব্য সময়) চট্টগ্রাম সদর ঘাটে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে জাহাজ দুটি আবার সকাল ৮টায় ছাড়বে।
বৃহস্পতিবার (২০ মার্চ) চট্টগ্রাম থেকে প্রথম ট্রিপ ছেড়ে যায়। শুক্রবার (২১ মার্চ) বেতুয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। প্রতিদিন একটি জাহাজ আসবে এবং একটি যাবে। এছাড়াও জাহাজ দুটি লালমোহন, তজুমদ্দিন, মনপুরা (ঢালচর) এবং হাতিয়া ঘাটে যাত্রী ওঠানামা করবে।
এ বিষয়ে কর্ণফুলী ক্রুজলাইনের পরিচালক মো. শামসুল আলম বলেন, ‘যাত্রীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও আরামে এ পথে আসা যাওয়া করতে পারে সেজন্য যাত্রীবাহী লঞ্চ সেবা চালুর উদ্যোগ নিয়েছি আমরা। এ উদ্যোগ ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।’
Advertisement
কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় যাত্রীবাহী এ জাহাজ সার্ভিস নিরাপদ এবং আরামদায়ক হবে যাত্রীদের জন্য।
জাহাজ চলাচল কার্যক্রম উপলক্ষে গত মঙ্গলবার (১৮ মার্চ) ঘাট ও টার্মিনাল পরিদর্শনে আসেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মো. ফরিদ হোসেন, মাস্টার মজিবুর রহমান ও সার্ভে টিম। তারা বেতুয়া ঘাট, লালমোহন মঙ্গলসিকদার ও তজুমদ্দিন ঘাট পরিদর্শন করেন।
এমএমএআর/জেআইএম
Advertisement