রাজনীতি

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি রামপুরা ব্রিজে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় ড. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন ও মহানগরী পশ্চিম শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ।

Advertisement

এএএম/এমকেআর/জিকেএস