শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তি : আবেদন করবেন যেভাবে

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া ঘোষণা করেছে শিক্ষামন্ত্রালয়। এবার অনলাইনে একসঙ্গে ১০টি কলেজ এবং এসএমএসে আরো ১০টি কলেজে আবেদনের (মোট ২০টি) বিধান রাখা হয়েছে। ২৬ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হবে এ ভর্তি আবেদনের প্রক্রিয়া। অনলাইনে যেভাবে আবেদন করতে হবে :অনলাইনে একবারে ১০টি কলেজে আবেদনের জন্য টেলিটক মোবাইল ফোনে এসএমএস অপশনে যেতে হবে। সেখানে CAD লিখে স্পেস দিয়ে WEB লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের প্রথম তিন বর্ণ (যেমন : ঢাকা বোর্ড হলে dha) লিখে স্পেস দিয়ে roll লিখে স্পেস দিয়ে পাসের year লিখে স্পেস দিয়ে reg লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।ফিরতি এসএমএসে ১৫০ টাকা কেটে নেয়ার অনুমতি চাওয়া হবে। একইসঙ্গে এসএমএস প্রক্রিয়ায় ভুল থাকলে তাও জানিয়ে দেয়া হবে। টাকা দিতে রাজি থাকলে CAD লিখে স্পেস দিয়ে year লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। এরপর আবার ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। তখন ফিরতি এসএমএসে একটি ট্রানজেকশন নম্বর দেয়া হবে। এ নম্বর নিয়ে ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) গিয়ে আবেদন করতে হবে।আবেদন কাজ সম্পন্ন করার পর ফরমটি প্রিন্ট করা যাবে। একাধিকবার অনলাইনে আবেদন করা যাবে। কেউ যদি মনে করে একবার ৫টি দু’দিন পর ২টি আবার ৩দিন পর বাকি ৩টি কলেজের নাম যোগ করবে, সে সুযোগও থাকছে।এসএমএস এর মাধ্যমে আবেদন : এসএমএসে আবেদন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে CAD লিখে স্পেস দিয়ে college এর EIIN নম্বর লিখে group-এর প্রথম দুই লেটার লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন লেটার লিখে স্পেস দিয়ে roll লিখে স্পেস দিয়ে year লিখে স্পেস দিয়ে reg নম্বর লিখে স্পেস দিয়ে shift (মর্নিং বা দিবা, শিফট না থাকলে স) লিখে স্পেস দিয়ে ভার্সন লিখে স্পেস দিয়ে কোটা (যদি থাকে যেমন : মুক্তিযোদ্ধা বা অন্যকিছু) লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে একটি পিন নম্বর দেয়া হবে। একটি এসএমএসে মাত্র একটি কলেজের আবেদন করা যাবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ ১০টি আবেদন করা যাবে।তবে অন্যান্যবারের মতো এবারও আদালতের রায় নিয়ে নটর ডেম, ঢাকার সেন্ট যোসেফ এবং হলিক্রস কলেজ সরকারি নিয়মের বাইরে নিজস্ব নিয়মে ভর্তি প্রক্রিয়া গ্রহণ করেছে। তিন কলেজে ভর্তি :নটর ডেম কলেজে ভর্তির ফরম বিতরণ আজ (বুধবার) থেকে শুরু হয়েছে, চলবে ২৮ মে পর্যন্ত। সেন্ট যোসেফ কলেজে ফরম বিতরণ শুরু হবে আগামী ২৮ মে। তবে হলিক্রস কলেজ ভর্তির ব্যপারে এখনো কোনো নোটিশ দেয়নি।  নটর ডেম কলেজে ভর্তি প্রক্রিয়া :নটর ডেম কলেজে ফরম সংগ্রহের সময় ১৫০ টাকা দিতে হবে। ফরমটি পূরণ করে সংগ্রহের দিনই জমা দিতে হবে। ফরমের সঙ্গে সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজে ছবি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ইন্টারনেট প্রিন্ট আউট কপি জমা দিতে হবে। ১ জুন প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। ৩ ও ৪ জুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলেজের নির্ধারিত কক্ষে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি ভার্সনে (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪ এবং মানবিক বিভাগে জিপিএ-৩.৫০। বিজ্ঞান বিভাগে আসনসংখ্যা (বাংলা মাধ্যমে) ১৭২০, ইংরেজি ভার্সনে ২৮০, ব্যবসায় শিক্ষা ৭০০ এবং মানবিক বিভাগে ৪০০। এআর/এমএমজেড/আরএস/এবিএস

Advertisement