সিগারেটের দাম বাড়ালে খুশি হয়, তবে কর বাড়ালে খুশি হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
Advertisement
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, সিগারেটের ব্র্যান্ডরোল থেকে আমরা কর পাই। কাস্টমস থেকে আমরা ব্র্যান্ডরোল ছাপাই। সেটা ডিসি অফিসে দেই। অথচ এরা নিজেরা নিজেরা ছাপায়, এমনকি বিদেশ থেকেও ছাপিয়ে নিয়ে আসে, জাল ব্র্যান্ডরোল। আমরা ডিজিটাল করছি, যেন জাল-জালিয়াতি না করতে পারে।
তিনি বলেন, সিগারেটের দাম বাড়ালে খুশি হয়, কারণ এতে কোম্পানির প্রফিট মার্জিন বাড়ে। আর কর বাড়ালে খুশি হয় না। এটা বুঝতে একটু সময় লেগেছে।
Advertisement
কর বাড়ানোর কারণে সিগারেটের চোরাচালান বাড়ে বলে আলোচনায় অভিযোগ করে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালাইয়েন্স (আত্মা)। সংগঠনটির অভিযোগ, কোম্পানিগুলোই এ কাজ করে। কোম্পানিগুলো তখন মিডিয়াকে দিয়ে নিউজ করিয়ে সুবিধা নেয়।
আরও পড়ুনকরমুক্ত আয়ের সীমা ৫ লাখ করার প্রস্তাব ঢাকা চেম্বারেরআগামী বাজেটে সিগারেটের দাম আরও বাড়ানোর দাবিঅনলাইনে রিটার্ন দাখিল ১৫ লাখ ছাড়ালোআত্মার পক্ষ থেকে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন এবং মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকার খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এই প্রস্তাব বাস্তবায়ন করা হলে স্বল্প আয়ের ধূমপায়ী ধূমপান ছাড়তে বিশেষভাবে উৎসাহিত হবে। একই সঙ্গে তরুণ প্রজন্ম ধূমপান শুরু করতেও নিরুৎসাহিত হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া প্রতি ১০ শলাকা উচ্চ স্তরের সিগারেটের খুচরা মূল্য ১৪০ টাকা অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এই তিনটি স্তরে সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ বহাল রাখার প্রস্তাব করা হয়।
প্রাক-বাজেট সভায় ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৫৫ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। এছাড়া সব তামাকপণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার প্রস্তাব করা হয়।
Advertisement
এসএম/ইএ/জেআইএম