রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও অনুমোদনহীন নুডলস উৎপাদন হচ্ছে- এমন অভিযোগে তিনটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-২। অভিযোগ প্রমাণ হওয়ায় তিনটি কারখানাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার (১৮ মার্চ) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নোংরা পরিবেশে সেমাই ও নুডলস উৎপাদন এবং বাজারজাত করছে। এ ধরনের কারখানাগুলো চিহ্নিত করতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং মঙ্গলবার বিশেষ অভিযানে নামে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে কামরাঙ্গীরচরে মিতালি ট্রেডার্স ও নাসির ট্রেডার্স নামের দুইটি সেমাই কারখানা এবং কেরানীগঞ্জে প্রিমিয়াম ড্রাগন নুডলস কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, তিনটি কারখানাতেই অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন চলছিল।
এএসপি খান আসিফ তপু আরও জানান, এ কারণে মিতালি ট্রেডার্সকে ২০ হাজার, নাসির ট্রেডার্সকে ৫০ হাজার এবং প্রিমিয়াম ড্রাগন নুডলসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
টিটি/এএমএ/এএসএম