বিনোদন

শুভ জন্মদিন নকীব খান

শুভ জন্মদিন নকীব খান

দেশবরেণ্য সংগীতশিল্পী নকীব খান। তার আজ জন্মদিন। ১৯৫৩ সালে আজকের এই দিনে (১৮ মার্চ) চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। কিশোর বয়সেই ব্যান্ডসংগীতের সঙ্গে জড়িয়ে পড়েন নকীব খান।

Advertisement

‘বালার্ক’ নামের একটি ব্যান্ডে গায়ক ও পিয়ানিস্ট হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ। এরপর যোগ দেন সোলস ব্যান্ডে। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে সাহেদ উল আলম এই দলটি ‘সুরেলা’ নামে গড়ে তুলেন। ১৯৭৪ সালে পরিবর্তিত করে সোলস রাখা হয়। সাজেদ, লুলু ও রনি তখন এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

প্রখ্যাত শিল্পী তপন চৌধুরী ও আহমেদ নেওয়াজের পর অতি অল্প সময়ের মধ্যে ১৯৭৪ সালে সোলসে যোগ দেন নকীব খান। তার যোগ দেওয়ার পর নিজেদের সুর ও কথায় গান কম্পোজ শুরু হয়। এই দলের সঙ্গে কাটান প্রায় ১০ বছর।

বাবা মারা যাওয়ার পর ব্যক্তিগত কারণে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন নকীব খান এবং গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। প্রায় তিন বছর পর দলটির প্রথম অ্যালবাম 'রেনেসাঁ' বাজারে আসে। ১৯৯৩ সালে 'তৃতীয় বিশ্ব' নামে দ্বিতীয়, ১৯৯৮ সালে '৭১-এর রেনেসাঁ' নামে তৃতীয় এবং ২০০৪ সালে 'একুশ শতকের রেনেসাঁ' নামে চতুর্থ অ্যালবাম বাজারে আসে।

Advertisement

একজন সুরকার হিসেবে নকীব খানকে অমর করে রাখবে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, ‘ভাল লাগে জোসনা’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘যদি লক্ষ্য থাকে অটুট’, এমন অসংখ্য গান।

১৯৯৩ সালে নুসরাত খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নকীব খান। বর্তমানে তিনি এক কন্যা ও পুত্রসন্তানের জনক।

এলআইএ/এমএস

Advertisement