লাইফস্টাইল

গ্রিন স্যাটিনের গাউনে অপরূপ জয়া

গ্রিন স্যাটিনের গাউনে অপরূপ জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সাবলীল অভিনয় আর চোখ ধাঁধানো সৌন্দর্যে মুগ্ধ অসংখ্য ভক্ত-অনুরাগী। বয়সও হার মানাতে পারেনি তাকে। প্রতিনিয়তই নিজেকে নতুন নতুন রূপে তুলে ধরছেন জনপ্রিয় এই নায়িকা। সম্প্রতি তেমনি এক ঝলক দেখিয়েছেন ফিল্মফেয়ারে।

Advertisement

অভিনেত্রীর ঝুলিতে কমতি নেই পুরস্কার ও সম্মাননার। এবার নিজের দক্ষতার আরও এক পুরস্কার জিতে নিয়েছেন এই নায়িকা। ফিল্মফেয়ার পুরস্কারে নিজের করে নিয়েছেন ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার খেতাব। সেই অনুষ্ঠানেই ধরা দিয়েছিলেন নজরকাড়া রূপে।

পুরস্কার অনুষ্ঠানে জয়া গিয়েছিলেন পেয়ার গ্রিন স্যাটিনের গাউন পরে। তার পরনের দুর্দান্ত গাউনটির ডিজাইন করেছেন দেশের বিলাসবহুল ডিজাইনার লেবেল সানায়া কতুরে।

আরও পড়ুন দক্ষিণি সাজে স্টাইলিশ কেয়া ঈদ কেনাকাটার সঙ্গী ‘অথবা ডট কম’ ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন

নুডল স্ট্র্যাপের গাউনটিতে থাই স্লিট ডিজাইন বাড়িয়েছে আলাদা আকর্ষণ। এর নিপ নেকলাইন নজর কেড়েছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীর। এছাড়া র‍্যাপ প্যাটার্ন আর প্লিটেড ডিজাইন দেখা যাচ্ছে গাউনের টপের অংশে। একই সঙ্গে টপে সাদা স্টোনওয়ার্ক করা ছিল।

Advertisement

বেশ কয়টি সাদা পাথরের হুপ চুল, এক হাতে সাদা পাথরের ব্রেসলেট আর অন্য হাতে বড় পান্না বসানো সাদা পাথরের স্টেটমেন্ট আংটি পরেছেন জয়া। চুলও বেঁধেছেন আকর্ষণীয় স্টাইলে। এক পাশে সিঁথি করে টেনে আপডু করেছেন তিনি।

মেকাপেও ছিল না বাড়াবাড়ি। হালকা মেকাপ, ম্যাজেন্টা লিওপকালার আর টেনে দেওয়া কাজল-লাইনারেই অপরূপ লাগছে তাকে। অভিনেত্রীর গাউনের সুন্দর সাজের সঙ্গ দিয়েছে মানানসই হিলস।

জেএস/জিকেএস

Advertisement