খেলাধুলা

১০ ওভারে ১০৭ রান দিলেন তাসকিন, ১৪৯ রান নিলেন বিজয়

১০ ওভারে ১০৭ রান দিলেন তাসকিন, ১৪৯ রান নিলেন বিজয়

মাত্রই কয়েকদিন আগে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে থাকা ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ১০ লাখ টাকা মাসিক বেতনে একমাত্র ক্রিকেটার হলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

Advertisement

সেই তাসকিন আজ ঢাকা প্রিমিয়ার লিগে গড়লেন এক লজ্জার রেকর্ড। বোলিং করতে গিয়ে ১০ ওভারে দিলেন ১০৭ রান। একই ম্যাচে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল হক বিজয়।

বিকেএসপি চার নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে ঢাকার ক্লাব ক্রিকেটে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ও বড় ইনিংস খেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স অধিনায়ক এনামুল হক বিজয়। তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও সাইফউদ্দীনদের সাজানো মোহামেডানের শক্তিশালী বোলিংকে দুমড়ে-মুচড়ে দিয়ে ১৪৩ বলে ৪ ছক্কা ও এক ডজন বাউন্ডারি হাঁকিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকে থেকে ১৪৯ রানে সাজঘরে এনামুল হক বিজয়।

অধিনায়কের সাথে ওপেনার সাদেকুর (৭৫ বলে ৬০) এবং অলরাউন্ডার তোফায়েল ২৯ বলে (৫ বাউন্ডারি ও ৪ ছক্কা) ঝড়ের গতিতে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেললে ৩৩৬ (৫ উইকেটে) রানের বিশাল স্কোর গড়ে গাজী গ্রুপ।

Advertisement

৩ উইকেট পেলেও মোহামেডানের প্রধান স্ট্রাইক বোলার তাসকিন আহমেদ ১০ ওভারে দিয়েছেন ১০৭ রান। যা ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ম্যাচে কোন বোলারের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।

এতকাল ঢাকা লিগে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি ছিল ইকবাল হোসেনের। গাজী টায়ার একাডেমির এ তরুণ পেসার গত বছর, অর্থাৎ ২০২৩-২৪ প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে দিয়েছিলেন ১০৪ রান। যা ওভার পিছু দাঁড়ায় ১১.৫৫ করে।

ঢাকা লিগের বাইরে বাংলাদেশের বোলারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে আরও একজনের ১০৪ রান দেওয়ার রেকর্ড ছিল। তিনি দেশের নামী ও প্রতিষ্ঠিত পেসার শাহাদাত হোসেন রাজিব। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন রাজিব।

আজ তাদের সব রেকর্ড ভেঙ্গে ১০ ওভারে ১০৭ রান দিলেন মোহামেডান তথা দেশের এক নম্বর পেসার তাসকিন। তিনি এখন সন্দেহাতীতভাবেই দেশের এক নম্বর পেস বোলার। নিজেকে অনেক ঘষে-মেজে উন্নত করা সেই তাসকিন সাদেকুর, বিজয় ও তোফায়েলদের বিপক্ষে ৬০ বলে ১০৭ রান দেবেন, হিসেব মেলানো কঠিন। যদিও ক্রিকেটে সবই সম্ভব।

Advertisement

মঙ্গলবার বিকেএসপি ৪ নম্বর মাঠে মোহামেডানের তাসকিন খরুচে বোলিংয়ের নতুন রেকর্ড গড়লেও তার দলের দুই বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ (১০ ওভারে ১/৩৯) ও তাইজুল ইসলাম (১০ ওভারে বিনা উইকেটে ৪১) বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন।

তবে অফস্পিনার মেহেদি মিরাজ সুবিধা করতে পারেননি। ১০ ওভারে ৬৬ রান দিয়ে উইকেট পাননি মিরাজ। অপর পেসার সাইফউদ্দীনও সুবিধা করতে পারেননি। তার ১০ ওভারে ৭৭ রান নিয়েছেন গাজী গ্রুপের ব্যাটাররা।

আইএইচএস/