বিনোদন

ভাইরাল তরমুজ বিক্রেতার কান্না ছুঁয়েছে অভিনেতার মন

ভাইরাল তরমুজ বিক্রেতার কান্না ছুঁয়েছে অভিনেতার মন

ঢাকার কারওয়ান বাজারে সম্প্রতি মোহাম্মদ রনি নামের এক তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছেন। তিনি ‘ওই কিরে, ওই কিরে’, ‘মধু, মধু’, ‘রসমালাই’ এমন মজাদার স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করেন। এ বিক্রেতার এমন কৌশল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা তা লুফে নেন। প্রথম দিকে বিষয়টি তরমুজ বিক্রেতা রনিও বেশ উপভোগ করেছেন। কিন্তু ক্রমেই এটি তার জন্য হিতে বিপরীত হয়ে যায়।

Advertisement

ভাইরাল হওয়ার কারণে এখন এ তরমুজ বিক্রেতা বিপাকে পড়েছেন। কারণ কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও করা দেখতে কৌতূহলী মানুষের ভিড়ের কারণে বিক্রেতা রনি তার তরমুজ বিক্রি করতে পারছেন না। ক্রেতারা অতিরিক্ত ভিড় দেখে চলে যাচ্ছে। এমন অবস্থায় তরমুজ বিক্রি করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এ তরমুজ বিক্রেতা। তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ এখনো অবিক্রীত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। কেঁদে কেঁদে তিনি গণমাধ্যমের কাছে বলছেন, ‘আমি কীভাবে চলবো ভাই! আমার তরমুজ পচতাছে ভাই! আমি বিক্রি করতে পারতেছি না।’

তরমুজ বিক্রেতার এ কান্না ছুঁয়েছে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেতা। এতে তিনি লিখেছেন, ‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।’

শামীম হাসান আরও লেখেন, ‘ভাইরাল হওয়ার লোডই আলাদা! জুশ আছে, সবাই তোমার পাশে আছে! জুশ খাওয়া শেষ, বিদায় বাংলাদেশ! লোকটার জন্য মায়াই লাগতেসে। ঐ কিরে? ব্যবসা করতে দেন ওনারে!’

Advertisement

আরও পড়ুন: যে ভয়ে রোমান্টিক গান করেননি ন্যান্সি-কন্যা রোদেলা ঈদে ইত্যাদির চমক ৪ নায়িকার নাচ

তরমুজ বিক্রেতা রনি রোববার (১৬ মার্চ) এক ভিডিওতে বলেন, ‘আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না।’

এমএমএফ/এএসএম