দেশজুড়ে

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরী নিহত

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত রিতু খাতুন একই উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে। মা-বাবা মারা যাওয়ায় ভাই-ভাবির সঙ্গেই থাকতেন।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি নিহতের স্বজনদের বরাতে বলেন, ওই কিশোরী কিছুটা মানসিক রোগী ছিল। আজ সে নিজেই রেল লাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিল। এ অবস্থায় উল্লাপাড়াগামী একটি মালবাহী ট্রেন অতিক্রম করার সময় ওই কিশোরীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ও পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহটি নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এম এ মালেক/জেডএইচ/এমএস