খেলাধুলা

কোহলিও শূন্য রানে আউট হন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে অবিশ্বাস্য ফর্মে আছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটে হাতে একের পর এক চোখ ধাঁধানো পারফর্মেন্স করে যাচ্ছেন তিনি। চলতি আসরে চার সেঞ্চুরিতে করেছেন ৯১৯ রান। তবে রান না করেই খবরের শিরোনাম হলেন এই ব্যাটসম্যান। ইলিমিনেটর রাউন্ডের ম্যাচে আউট হলেন শূন্য রানে। আর তা ৫১ ম্যাচ পর। ইলিমিনেটর রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে গুজরাট লায়ন্সের বিপক্ষে মাঠে নেমেছিল কোহলির র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এ ম্যাচে জ্বলে উঠতে পারেনি কোহলির ব্যাট। ধাওয়াল কুলকার্নির বলে শূন্য রান করেই ফিরে গেছেন সাজঘরে। আর এই টি- টোয়েন্টির ক্যারিয়ারের ৫১ ম্যাচ পর কোন রান না করেই সাজঘরে ফিরলেন আরসিবি অধিনায়ক। তবে গুজরাটের বিপক্ষে জয় পেতে কোন সমস্যা হয়নি কোহলিদের। ডি ভিলিয়ার্সের ব্যাটে ভর করে জয় দিয়ে পৌঁছে গেছে চলতি আসরের ফাইনালে।   এমআর/পিআর

Advertisement