এক আইপিএলে হচ্ছে না। এবার প্রতি বছর দুটি আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)! আইপিএলের নবম আসর শেষ হওয়ার আগেই চলতি বছর দ্বিতীয় আইপিএল আয়োজনের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। কথা-বার্তা যেভাবে এগুচ্ছে, তাতে সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির পরিবর্তে অন্য কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে মিনি আইপিএল।ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এই চিন্তা করছে মূলত বিদেশে তাদের সমর্থকদের কথা ভেবে। এখন তা কার্যকর করতে উদ্যোগী হয়েছে অনুরাগ ঠাকুর অ্যান্ড কোং। সেপ্টেম্বরে চ্যাম্পয়িন্স লিগের পরিবর্তে আইসিসি’র ফাঁকা উইন্ডো দেখে দিনক্ষণ ঠিক করতে চাই বোর্ড।বিসিসিআইর সূত্রমতে, ‘বিদেশে ভারতীয় সমর্থকদের কথা ভেবে মিনি আইপিএল করার ভাবনা আসে কর্মকর্তাদের মাথায়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা ছড়িয়ে দিয়ে পারলে আরো মুনাফা আসবে।’তবে আইসিসিও চায় সেপ্টেম্বরে আরো একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের কথা ভেবে এমন ভাবনা এসেছে আইসিসির মাথায়। তবে ভারতের চাওয়া আর আইসিসির চাওয়া যখন একই বিন্দুতে মিলে যাচ্ছে, তখন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এখন কী করেন সেটাই দেখার বিষয়।টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে রেকর্ড সংখ্যক টেলিভিশনে প্রায় সাড়ে আট কোটি দর্শক খেলা দেখার পর প্রতি বছরই একটি ইভেন্ট রাখতে চায় আইসিসি।আইএইচএস/বিএ
Advertisement