গেল কয়েক বছরে বেশ কিছু নাটকে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন তারা। তাদের নাটকগুলো পেয়েছে দর্শক ও সমালোচকদের প্রশংসা। ভিউয়ের বাজারেও চমক দেখিয়েছে। সেইসব সাফল্যের প্রেরণায় আবার জুটি হয়ে নাটকে অভিনয় করলেন জনপ্রিয় দুই তারকা মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
Advertisement
নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় এ নাটকের নাম ‘টোনাটুনির সংসার’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় ভিন্ন ধরনের এ গল্পে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ ও তানিয়া। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলের চটের আঁগা শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।
পরিচালক সৈয়দ শাকিল জানান, ‘টোনাটুনির সংসার’ নাটকটি আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের পর ‘বিন্দু ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশ কয়েকবছর পর এসে স্বামী খেয়াল করে দেখলো যে তার কোনোকিছুই স্ত্রীর ভালো লাগেনা। কাপড়, খাবার চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সেই ভালোবাসা ফেরাতে গিয়ে ঘটে যাওয়া নানা নাটকীয় ঘটনা নিয়েই তৈরি হয়েছে নাটকটি। বেশ মজা পেয়েছি অভিনয় করে।’
Advertisement
সৈয়দ শাকিল জানান, এর আগে তার পরিচালনায় মোশাররফ করিম ‘মিস্টিরিয়াস জার্নি’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। শিগগিরই তাকে নিয়ে সৈয়দ শাকিল আরো বড় পরিসরে একটি কাজ করবেনও বলে জানালেন।
এলআইএ/এএসএম