চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা এখন ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কায় রয়েছেন। কয়েকদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্ষা ওমরাহ পালনের কয়েকটি ছবি প্রকাশ করে সেই তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
এবার বর্ষা জানালেন পবিত্র মদিনা শরিফের ইফতারে কি কি থাকে। ১২ মার্চ রাতে বর্ষা একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, সারাদিন রোজা রাখার পর ইফতার করছেন এ নায়িকা। এর সঙ্গে রয়েছে মদিনার দেয়া বিনা মূল্যে ইফতারের প্যাকেট। এ প্যাকেট খুলে বর্ষা একটি একটি করে বের করে দেখালেন দই, জমজমের পানি, রুটি ও খেজুর।
এরপর আজ (১৫ মার্চ) আরও একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে জমজমের পানি খেয়ে রোজার নিয়ত করছেন।
এর অনুভূতি প্রকাশ করে ক্যাপশনে বর্ষা লিখেছেন, ‘কাবার সামনে দাঁড়িয়ে জমজম খেয়ে রোজার নিয়ত করতে পারার কি আনন্দ তা বলে শেষ করতে পারবো না। এ জীবনেও আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় রহমত।’
Advertisement
জানা গেছে, ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় পৌঁছান বর্ষা। সেখানে ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন। এদিকে তার অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এমএমএফ/এএসএম