খেলাধুলা

বিজয়ের ঝোড়ো ফিফটি, গাজী গ্রুপের তৃতীয় জয়

বিজয়ের ঝোড়ো ফিফটি, গাজী গ্রুপের তৃতীয় জয়

লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী, মোহামেডান ও অগ্রণী ব্যাংকের সঙ্গে পঞ্চম দল হিসেবে প্রিমিয়ার লিগে তৃতীয় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃহস্পতিবার বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৮ উইকেটে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। চার খেলায় বিজয় বাহিনীর তৃতীয় জয়ের বিপরীতে সমান ম্যাচে শাইনপুকুরের এটা তৃতীয় পরাজয়।

Advertisement

গাজী গ্রুপের বোলার আবু হাশিম (২/১৭ ), শামীম মিয়া (৩/২২), তোফায়েল (৩/২৪) প্রথম সেশনে দলের জয়ের ভিত গড়ে দেন। তাদের সাঁড়াশি বোলিংয়ে মাত্র ১৬১ রানে অলআউট হয় শাইনপুকুর। দুই ওপেনার সাদেকুর ও এনামুল বিজয়ের ঝোড়ো হাফসেঞ্চুরিতে খুব সহজে মাত্র ১৭.৫ ওভারেই জয় তুলে নেয় গাজী গ্রুপ।

প্রথম ২ ম্যাচে ০ রানে আউট হওযার পর ঠিক আগের ম্যাচে ধানমন্ডির বিপক্ষে অর্ধশতক (৬৯) উপহারের দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার আবারও ম্যাচ জেতানো ফিফটি হাঁকিয়েছেন এনামুল হক বিজয়। এদিন ২৭ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন গাজী গ্রুপ অধিনায়ক।

ওপেনার সাদেকুরও কম যাননি। তার ব্যাট থেকে আসে ৩০ বলে ৫০ (৮ বাউন্ডারি ও ১ ছক্কা)। ফলে মাত্র ১৭.৫ ওভারে জয় তুলে নেয় গাজী গ্রুপ।

Advertisement

সংক্ষিপ্ত স্কোরশাইনপুকুর: ৪৫.২ ওভারে ১৬১/১০ (তন্ময় ১৬, অনিক সরকার ২৯, রায়ান রাফসান ২৬, জুবায়ের ৪৬; আবু হাশিম ২/১৭, শামিম মিয়া ৩/২২, তোফায়েল ৩/২৪)গাজী গ্রুপ: ১৭.৫ ওভারে ১৬২/২ (সাদেকুর রহমান ৫০, এনামুল বিজয় ৫২, সালমান ইমন ২৩*, শামসুর রহমান শুভ ৩৩*)।

ফল: গাজী গ্রুপ ৮ উইকেটে জয়ী।

এআরবি/এমএমআর/জেআইএম

Advertisement