জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, নাহিদ একে অপরের প্রতি দোষারোপ বন্ধ করে গ্রামে যান, পৌরসভায় যান। সাধারণ মানুষের কাছে গিয়ে জনসমর্থন জোগান। নিজেদের নেতৃত্ব যাচাই করুন।
Advertisement
বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক কমিটি নামক এক সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার ভোট ডাকাতির সহযোগিতা করা সাবেক তিন নির্বাচন কমিশনারের বিচার ও গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনার পক্ষে যেসব আমলারা কাজ করে তাদের বিরুদ্ধে ইউনূস সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ফলে কিছুদিন আগে সচিবালয়ে আগুন লাগলো, বহু তথ্য পুড়ে গেছে। প্রধান উপদেষ্টার চারপাশে এখনও যেসব আমলারা আছেন তারা অনেকেই হাসিনার আমলে তারা লুটপাটের দোসর ছিল। তারা বিএনপির শতশত নেতাকে নির্যাতন-নিপীড়ন করেছিল, তাদের হাত ধরেই হাসিনা তিন তিন বার অবৈধ নির্বাচন করতে পেরেছে তাদের বিচার করেন।
তিনি বলেন, বিএনপি অফিস ভেঙে আমাদের অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে যে পুলিশ মেহেদী ও ডিবি হারুন আমাদের গ্রেফতার করেছিল তাদের বিচার করুন। তাদের গ্রেফতার করুন। নাহলে কোনো সংস্কারই কাজে আসবে না।
Advertisement
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফেরত চায়। হাসিনা গত পনেরো বছরে মানুষকে ভোট দিতে দেয়নি। বিএনপি গণমানুষের দাবিই করছে এই সরকারের কাছে। তারা দ্রুত নির্বাচন চায় এবং নির্বাচিত সরকারের জনগণ তার বাংলাদেশকে দেখতে চায়।
তিনি আরও বলেন, যারা বিএনপির সমালোচনা করছেন তারা সমালোচনা ও একে অপরের প্রতি দোষারোপ ছেড়ে বাংলাদেশের জন্য কাজ করুন।
তৃণমূল নাগরিক কমিটির সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসআরএস/এমআরএম
Advertisement