আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর মহাখালীতে পরিবহন মালিক, শ্রমিক ও পুলিশ প্রশাসনের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বুধবার (১২ মার্চ) মহাখালী বাস টার্মিনাল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও পুলিশ প্রশাসন লোকজন অংশ নেন।
সভায় বক্তারা নিরাপদ ঈদযাত্রায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ প্রশাসন সবাইকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, ঈদের ছুটিতে বাস টার্মিনালগুলোতে অনেক সময় ছিনতাই, অজ্ঞানপার্টির কবলে পড়েন ঘরমুখো যাত্রীরা। তাই ঈদের ছুটির আগেই এসব অনিয়ম, যাত্রীদের দুর্ভোগ, অজ্ঞানপার্টি, ছিনতাই, নারীদের হয়রানি রোধে একটি বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি। পরে সভার সম্মতিতে একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
Advertisement
মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা সামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
এমএমএ/এমএএইচ/