বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি ও একটি দোকানে ফুডকালার বিক্রয়সহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর রুপাতলী ও বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি রেস্টুরেন্টে ও দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, অভিযানে নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় হুমাহুম রেস্তোরাঁ ও খাবার বাড়ি রেস্তোরাঁ অ্যান্ড সুইটমিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি রুপাতলী এলাকায় অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে খোলাভাবে ইফতার সামগ্রী বিক্রয় এবং একটি দোকানে ফুডকালার বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা ভাবে ইফতার সামগ্রী বিক্রয় করার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবং পণ্যের গুনগতমান নিশ্চিত করতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালক করা হয়েছে। পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করে পরামর্শ দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার ও মোহাম্মদ লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জাকির হোসেনসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
শাওন খান/আরএইচ/এএসএম