পবিত্র রমজানের ইফতারে রোজাদারদের তৃষ্ণা মিটাতে সারা মাসব্যাপী শরবত বিতরণ করছে সেরা ওয়াটার ট্যাঙ্ক। দেশের বিভিন্ন স্থানে কর্মব্যস্ত মানুষের মধ্যে প্রতিদিন বিকেল থেকে বিনামূল্যে এই শরবত বিতরণ করা হচ্ছে।
Advertisement
সেরা ওয়াটার ট্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ সমৃদ্ধ এবং নিরাপদ পানি সংরক্ষণের নিশ্চয়তা প্রদান করে। তাই এ ট্যাঙ্কের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে শরবত বিতরণ করা হচ্ছে। বিশেষত কর্মব্যস্ত মানুষের জন্য এটি অত্যন্ত উপকারী। গরমের দিনে দীর্ঘ সময় রোজা রাখার পর ঠান্ডা শরবত পান করা সত্যিই এক স্বস্তিদায়ক অভিজ্ঞতা।
এ কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারের জন্য ১ লিটার করে মোট ২৫ হাজার লিটার শরবত বিতরণ করা হবে যা ২৫ হাজার পরিবারকে সরবরাহ করা হবে।
বর্তমানে শরবত বিতরণ কার্যক্রম ঢাকা থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় সেরা ওয়াটার ট্যাঙ্কের মিনি ট্রাক পৌঁছে যাবে শরবত বিতরণের জন্য।
Advertisement
এসব স্থানগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, রংপুর।
সেরা ওয়াটার ট্যাঙ্কের হেড অব মার্কেটিং ছাকিবুল শাহীন ছাকিব জাগো নিউজকে বলেন, রমজান হলো পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মাস। আমরা চাই এ মাসে আমাদের ছোট্ট প্রয়াস রোজাদারদের জন্য স্বস্তির কারণ হয়ে উঠুক। আমাদের টিম দেশজুড়ে বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করছে এবং অসংখ্য মানুষ এতে উপকৃত হচ্ছেন।
তিনি জানান, সামাজিক দায়িত্ববোধ থেকে সেরা ওয়াটার ট্যাঙ্ক এর আগেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। এই রমজানেও তারা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ব্র্যান্ডটি আশা করছে, তাদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার অনুপ্রেরণা জোগাবে।
এমএ/এমএইচআর
Advertisement