লাইফস্টাইল

নারীদের মস্তিষ্ক সম্পর্কে ৮টি তথ্য

নারীদের মস্তিষ্ক সম্পর্কে ৮টি তথ্য পুরুষদের জেনে রাখা ভালো। কেননা কখনো কখনো নারীদের কার্যকলাপের প্রভাব এসে পরে পুরুষের ওপর। তাই আগেভাগেই জেনে নিতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হয়। যন্ত্রণা ও চাপ নারীদের মস্তিষ্কে গভীর সমস্যার সৃষ্টি করে। তাই এই দু’টি থেকে তাদের যত দূরে রাখা যায়, ততই ভালো। নারীরা ঝুঁকি নিতে ভালোবাসেন। তাদের মস্তিষ্ক সেভাবেই তৈরি। তাই ঝুঁকি নিতে চাইলেও ভয় পাবেন না। বয়ঃসন্ধি ও অন্তঃসত্ত্বা থাকা কালে নারীদের মস্তিষ্কে বড় পরিবর্তন আসে। এ সময়ে তাদের আগলে রাখতে হয়। তাদের ওপর কোনো মানসিক চাপ স্থায়ী ক্ষতি করতে পারে। সন্তান জন্মের পর দুধপানের সময় নারীদের মস্তিষ্কে প্রচুর পরিবর্তন আসে। এ সময়ে যত্নে রাখা গুরুত্বপূর্ণ। যৌনতার সময়ে নারীদের মস্তিষ্কের অনেকাংশই কাজ করে না। তখন তাদের চিন্তা-ভাবনার ক্ষমতা একেবারে কমে যায়। নারীরা কোনো ভাবেই ঝগড়া পছন্দ করেন না। নারীরা আগ্রাসী নন। কারণ, পরিবার, স্বামী, সন্তান যে তার উপরে নির্ভরশীল। নারীদের বোধশক্তি ছেলেদের থেকে বেশি। ফলে বাইরে কিছু করে ঘরে ঢুকলে ধরা পড়ে যাবেন।এসইউ/এবিএস

Advertisement