বিনোদন

দেশে ফিরেছেন মিলা

২০০০ সালের লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন এক বছরেরও বেশি সময় পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি দেশে ফিরেছেন। দু’দিন বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন এবং পরিবারকে সময় দিয়ে আজ রোববার থেকে অভিনয় শুরু করবেন। আজ মিলা কৌশিক শংকর দাশের নির্দে-শনায় ‘পুনশ্চঃ ভালোবাসা’ নাটকের কাজ শুরু করবেন। নাটকটি রচনা করেছেন দীপান্বিতা ইতি। এতে মিলা হোসেনের বিপরীতে অভিনয় করবেন আবদুন নূর সজল। রাজধানীর উত্তরায় টানা দু’দিন নাটকটির শুটিং হবে বলে জানিয়েছেন মিলা হোসেন। অন্যদিকে আসছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আলভী আহমেদের রচনা ও পরিচালনায় এ তারকা অভিনয় করবেন ‘অতঃপর নদী’ নামের একটি টেলিফিল্মে। এতে মিলা হোসেনের সঙ্গে আবার জুটিবদ্ধ হবেন তারকা মডেল আদিল হোসেন নোবেল। নাটক ও টেলিফিল্ম দুটি প্রযোজনা করছেন জাকারিয়া মাসুদ জিকো। দু’টির একটি আসছে ভালবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে এবং আরেকটি ঈদুল ফিতরে প্রচার হবে। মিলা হোসেন বলেন, নতুন ইংরেজি বছরের শুরুটা এবার ঢাকায় উদযাপন করার জন্যই মূলত আসা। তবে ঘুরে বেড়ানোর ফাঁকে ফাঁকে দু’টি ভাল কাজও করছি। এটাও অনেক ভাল লাগার বিষয়। দু’জনই বেশ গুণী নির্মাতা। দুটি কাজই আশা করি খুব ভাল হবে। উল্লেখ্য, মিলা শেষবার যখন ঢাকায় এসেছিলেন তখন নোবেলের সঙ্গে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন কৌশিক শংকর দাসের নির্দেশনায় খণ্ড-নাটক ‘শেষ থেকে শুরু’তে।

Advertisement