জাতীয়

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- আশরাফুল ও দীপ সরকার।

Advertisement

রোববার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, গতকাল শনিবার চাঁদপুর থেকে কাজের সন্ধানে ঢাকায় আসেন ভুক্তভোগী ওই অন্তঃসত্ত্বা নারী। সারাদিন কোথাও কাজ খুঁজে না পেয়ে তিনি কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় রাতের বেলা হাঁটাহাটি করছিলেন। এসময় দুজন অটোরিকশাচালক তাকে ডাক দেন এবং তার ঘোরাফেরার কারণ জানতে চান।

আরও পড়ুন স্বামীর সঙ্গে রাগ করে ঢাকায় এসে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা

তখন ওই নারী তাদের জানান তিনি কাজের সন্ধানে ঢাকায় এসেছেন। কিন্তু কোথাও থাকার জায়গা নেই। এ কথা শুনে তারা তাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে আরও দুজন মিলে মোট তিনজন তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

Advertisement

সেখানে আরও একজন ছিল জানিয়ে তিনি বলেন, শেষজন তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি চিৎকার চেঁচামেচি করেন। পরে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। অন্য দুজন পালিয়ে যান। এরপর এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে এবং অন্তঃসত্ত্বা সেই নারীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

এ ঘটনায় আরও দুজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ বলছে, ভুক্তভোগী ওই নারী সনাতন ধর্মাবলম্বী। তিনি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা চাঁদপুরের মতলবে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত চার মাস ধরে স্বামী কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করছিল না এবং তার ফোন নম্বরও বন্ধ করে রাখে। সম্প্রতি ভুক্তভোগী নারী তার বাবার বাড়িতে চলে যান। কিন্তু বাড়ির লোকজন তাকে রাখতে অস্বীকৃতি জানালে তিনি কাজের সন্ধানে ঢাকায় চলে আসেন। কেআর/এমকেআর/জিকেএস

Advertisement