ক্যাম্পাস

ধর্ষকের ফাঁসি দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষকের ফাঁসি দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর নতুনবাজার এলাকায় কুড়িল-বাড্ডা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভের পর ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা। এতে ইউআইটিএস, ডিআইইউসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

Advertisement

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ‘নো মোর রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকের ফাঁসি দে’, ‘কণ্ঠে আবার লাগাও জোর, ধর্ষকদের কবর খোড়’, ‘আমার বোন আইসিইউতে, রেপিস্ট কেন বাহিরে’লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে নারী নিপীড়ন, ধর্ষণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। মাগুরায় ৮ বছরের শিশুর ওপর পৈশাচিক বর্বরতা চালানো হয়েছে। সারাদেশে এ নিয়ে তোলপাড় হলেও ধর্ষককে গ্রেফতার দেখাতেই দুইদিন সময়ে নিয়েছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, জুলাই-আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল। রাজপথে রক্ত দিয়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। নতুন সেই বাংলাদেশে ধর্ষকদের ঠাঁই হবে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষককে দৃশ্যমান বিচারের মুখোমুখি না করা হলে রাজপথ ছাড়বে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Advertisement

এএএইচ/এমআইএইচএস