ভ্রমণ

বিশ্বরেকর্ড গড়ার মিশনে পর্বতারোহী শাকিলের পাশে প্রাণ

বিশ্বরেকর্ড গড়ার মিশনে পর্বতারোহী শাকিলের পাশে প্রাণ

সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে সমুদ্র সৈকত থেকে পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়ার মিশনে নেমেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তার এই রেকর্ড গড়ার পথে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। স্ন্যাকস পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’।

Advertisement

রোববার (৯ মার্চ) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে পর্বতারোহী শাকিল তার মিশন ‘সি টু সামিট’ জয়ের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এর আগে শাকিল প্রথম বাংলাদেশি হিসেবে গ্রেট হিমালয়া ট্রেইল সফলভাবে সম্পন্ন করেছেন।

ইকরামুল হাসান শাকিল ‘সি টু সামিট’ শুরু করেছেন ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে। এরই মধ্যে তিনি হেঁটে ঢাকায় এসেছেন। ৯০ দিনের মধ্যে ‘সি টু সামিট’ জয়ের লক্ষ্যে অভিযান করছেন শাকিল। যাত্রাপথে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের ২৯ হাজার ৩১ ফুট উঁচু শিখরে আরোহণ করবেন।

আরও পড়ুনপ্রাণ-এর সহযোগিতায় পায়ে হেঁটে এভারেস্টের পথে শাকিল কক্সবাজার সৈকতের ঢেউ মাড়িয়ে এভারেস্ট জয়ের যাত্রা শাকিলের 

এ অভিযানে শাকিল অস্ট্রেলিয়ার টিম ম্যাককার্টনির রেকর্ড ভাঙবেন, যিনি ১৯৯০ সালে তিন মাসের বেশি সময় নিয়ে ভারতের গঙ্গাসাগর (গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থান) থেকে পদযাত্রা করে এভারেস্টের চূড়ায় উঠে বিশ্বরেকর্ড গড়েন। শাকিল তার চেয়ে প্রায় ১০০ কিলোমিটার বেশি পথ ছয়দিন কম সময়ে পাড়ি দেবেন।

Advertisement

সংবাদ সম্মেলনে পর্বতারোহী শাকিল জানান, যাত্রাপথে তিনি প্লাস্টিক ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণের বিষয়ে জনসচেনতা, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরবেন।

তিনি বলেন, এ কাজের জন্য আমি যখন স্পন্সরের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিলাম, তখন প্রাণ গ্রুপ এগিয়ে এসেছে। প্রাণ গ্রুপ তরুণ প্রজন্মকে স্পোর্টসসহ বিভিন্ন সেক্টরে উৎসাহিত করে আসছে। প্রাণ-এর মতো বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো যদি বেশি বেশি এগিয়ে আসে তাহলে স্বপ্নবাজ তরুণরা বাংলাদেশের হয়ে আরও বড় বড় অর্জন নিয়ে আসতে উৎসাহ পাবেন।

আরও পড়ুন এভারেস্ট জয় করতে কত সময় লাগে, আর খরচই বা কত?  এভারেস্টের চূড়া ছুঁয়েছেন যেসব বাংলাদেশি 

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, আজ আমাদের জন্য এক আনন্দের দিন। আমরা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এমন সব ভালো উদ্যোগের সঙ্গে থাকতে চায় প্রাণ।

তিনি বলেন, বাংলাদেশের হয়ে একজন তরুণ পর্বতারোহীর এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা করছে প্রাণ। বাংলাদেশের পতাকা পৃথিবীর সর্বোচ্চ বিন্দুর উপর উড়বে আর সেখানে প্রাণ জড়িয়ে থাকবে, এর চেয়ে আনন্দের কিছু নেই।

Advertisement

এ অভিযানের আয়োজক বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), মাকলু-ই-ট্রেডার্স নেপাল ও সিস্টেমা টুথব্রাশ।

ইকরামুল হাসান শাকিল এর আগে নেপালের এক হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ গ্রেট হিমালয়া ট্রেইল সফলভাবে সম্পন্ন করা প্রথম বাংলাদেশি হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বিশ্বের ৩৩ জন পর্বতারোহী এখন পর্যন্ত এটি সম্পন্ন করতে পেরেছেন।

সংবাদ সম্মেলনে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম আল হক, বিএমটিসির সভাপতি ও দুইবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত, ইউএনডিপির হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম, লায়ন কল্লোল লিমিটেডের (সিস্টেমা টুথব্রাশ) বিপণন পরিচালক তন্ময় দত্তগুপ্ত, মিস্টার নুডলস- এর জেনারেল ম্যানেজার তোষন পাল উপস্থিত ছিলেন।

এনএইচ/কেএসআর/জিকেএস