রাজনীতি

মাগুরায় শিশু ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চান জামায়াত আমির

মাগুরায় শিশু ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চান জামায়াত আমির

মাগুরায় আট বছরের শিশুর ধর্ষণকারী ও ধর্ষণে সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

রোববার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

আরও পড়ুন

ধর্ষণে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে মাগুরায় শিশু ধর্ষণ, থানা ঘেরাও করে বিচার দাবি জনতার

ডা. শফিকুর রহমান বলেন, এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদের পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান চানাচ্ছি।

Advertisement

এসময় তিনি ধর্ষণকারীদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান জামায়াত আমির।

এএএম/কেএসআর/এমএস