ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান অনেক দিন ধরেই দেশের বাইরে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় তিনি অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। দেশটির ঐতিহাসিক এবং প্রাকৃতিক নৈসর্গিক বিভিন্ন স্থানে তাকে ঘুরতেও দেখা যায়। সেই ছবি এবং ভিডিও তার অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
Advertisement
পাশাপাশি জায়েদ খান বিভিন্ন চলমান ইস্যু নিয়ে তার ফেসবুকে মতামত ব্যক্ত করেন। আজকের (৮ মার্চ) নারী দিবস উপলক্ষেও জায়েদ খান সরব। তিনি এই দিবসে তার প্রত্যাশার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘নারী থাকবে যত্নে, নারী থাকবে আদরে, নারী থাকবে নিরাপদে বিশ্ব নারী দিবসে সকল মা বোন নারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সব ধর্ষকদের ফাঁসি হোক এটাই নারী দিবসে প্রত্যাশা।’
দেশের গণ্ডি পেড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা ধরে রেখেছেন জায়েদ খান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘একতারা বসন্ত উৎসব’-এ পারফর্ম করেছেন তিনি।
আরও পড়ুন: সত্যিই কি ডিগবাজি দিতে পারা মেয়ে বিয়ে করবেন জায়েদ খান পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে যে বার্তা দিলেন কঙ্গনাদীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার কারণ কী? তিনি কি হলিউডে কাজ খুঁজছেন? এমন প্রশ্নে জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, ‘মিথ্যা বলে লাভ নেই। পুরো ক্যালিফোর্নিয়া, যেখানে হলিউডের শুটিং হয়, সেইখানে দাউদাউ আগুনের দাবানলে সমস্ত আর্টিস্টদের বাড়ি পুড়ে গেছে। তারা এখন খারাপ সময় পার করছে। এখন তাদের এইগুলো মাথায় নাই আর আমারও ট্রাই করার সুযোগ নাই।’
Advertisement
এমএমএফ/এএসএম