বিনোদন

শুটিংয়ের দুই বিড়ম্বনা, জানালেন অপু বিশ্বাস

শুটিংয়ের দুই বিড়ম্বনা, জানালেন অপু বিশ্বাস

নারীদের বিড়ম্বনার অন্ত নেই। বিনোদন অঙ্গনে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়। নারী দিবসকে কেন্দ্র করে শুটিংয়ে নারীশিল্পীদের দুই বিড়ম্বনার কথা জানালেন অপু বিশ্বাস।

Advertisement

জাগো নিউজকে অপু বিশ্বাস বলেন, ‘শুটিংয়ে আমাদের সারাদিন কাজ করতে হয়। সেই জায়গা থেকে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হয়। সেটা হলো ড্রেসচেঞ্জ করার কোনো জায়গা থাকে না। যেহেতু আমরা নারী, আমাদের অনেকবার আউটফিট চেঞ্জ করতে হয়। অনেকবার লুক চেঞ্জ করতে হয়। কিন্তু পোশাক বদলের জন্য গ্রিনরুমের ব্যবস্থাও বেশিরভাগ জায়গায় থাকে না।’

শুটিংস্পটে আরও এক সমস্যার কথা জানালেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘যেহেতু আমরা মানুষ, আমাদের ফ্রেসরুমে যেতে হয়। সবখানে সেটা এভেলেভেল না। এটা নিয়ে আমাদের নারীশিল্পীদের বিপদে পড়তে হয়। একজন নারী হিসেবে, আমি যেহেতু শোবিজের মানুষ, শোবিজের মানুষদের অনেক কাজ করতে হয়। অনেক পাবলিক প্লেসে যেতে হয়। এ দুটো সমস্যা শোবিজ অঙ্গনের মানুষদের ফেস করতে হয়। ইনডোর ও আউটডোর সবখানেই শুটিংয়ে নারীশিল্পীরা রেস্টরুম ও চেঞ্জ নিয়ে সমস্যায় পড়েন।’

সিনেমার বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ব্র্যান্ড-প্রোমোশন, নানান উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে হাজির হওয়ার পাশাপাশি ইউটিউব কনটেন্ট তৈরি, স্টেজ শো করছেন তিনি। প্রায়ই শাকিব প্রসঙ্গে আলোচনার কেন্দ্রে চলে আসেন এই নায়িকা। সর্বশেষ তাকে দেখা গেছে তার সরকারি অনুদানে তার নিজের বানানো সিনেমা ‌‌লাল শাড়িতে।

Advertisement

আরও পড়ুন: মনে হয়নি এলাকার কোনো বড়ভাই আমার দিকে তাকাবেন: ন্যান্সি ফেসভ্যালু নয়, আর্টভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত নারীশিল্পীদের পারিশ্রমিক কম, একে আমি বৈষম্য হিসেবে দেখি না

এমআই/আরএমডি/এএসএম