দেশজুড়ে

যশোরে ছুরিকাঘাতে বাবা ও কৃষককে পিটিয়ে হত্যা

যশোরে ছুরিকাঘাতে বাবা ও কৃষককে পিটিয়ে হত্যা

যশোরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) যশোর সদর ও চৌগাছায় এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

এরমধ্যে চৌগাছায় পারিবারিক কলহের জের ধরে সেহরির সময় ঘুমন্ত অবস্থায় শরিফুল ইসলামকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে মোহাম্মদ রমিম (২২)। অপরদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের যোগী মাঠপাড়ায় ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শরিফুলের ভাই মোস্তফা জানান, শরিফুল ইসলাম কৃষি কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল তার। ১৫ দিন আগে তারা পৃথক হয়ে যান। ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন। শনিবার ভোরে সেহেরির সময় রমিম বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান।

তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘাতক ছেলে পলাতক রয়েছেন। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

অপরদিকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের যোগী মাঠপাড়ায় ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক কৃষককে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শহিদুল যোগী গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের ইখলাস, তার ভাই বিল্লাল ও রাসেলের সঙ্গে বিরোধ বাধে। বিরোধের জের ধরে তারা কোদাল দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে শহিদুলকে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যোগী গ্রামের মৃত নূর ইসলামের রাসেলকে পুলিশ আটক করেছে।

যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, চৌগাছায় ছেলের হাতে বাবা হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটকে অভিযান চলছে। সদরের জমিজমা সংক্রান্ত জেরে কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। দুজনের মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিলন রহমান/আরএইচ/এএসএম

Advertisement