সাহিত্য

কোন কবিতা তুই হবি বল?

কোন কবিতা তুই হবি বল?

ওয়ালিদ জামান

Advertisement

বর্ষা হলো ফিকে, বৃষ্টি ব্যাহতকবিতার শোকে কবি আহতচোখে রয়ে যায় দুই ফোটা জলকোন কবিতা তুই হবি বল?

যতদূর যায় চোখ, দৃষ্টি ভাসায়ভেজা কাজল কাহারে শাসায়ভালোবেসে হায় আঁখি ছলছলকোন কবিতা তুই হবি বল?

রুদ্ধ ঘরে আজ প্রেমের দ্রোহকাজল চোখে তার অপরূপ মোহনীরবে দহন করে জ্বলজ্বলকোন কবিতা তুই হবি বল?

Advertisement

আঁধার কেটে জ্বলে আলোক বাতিতাতে মোরা জাগি সারারাতিআর জেগে রয় এক দাবানলকোন কবিতা তুই হবি বল?

এসইউ/জেআইএম