ময়মনসিংহে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের প্রভাবশালী নেতাসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
Advertisement
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একাধিক টিম। এ সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নেতারা নিজেদের এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত।
গ্রেফতাররা হলেন- নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক মণ্ডলের ছেলে ৩২ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি রহমতুল্লাহ মিন্টু, শেরপুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন বুলবুল ও আমিনুল হক সোহেল।
গ্রেফতার অন্যরা হলেন- রতন রায়, আজিজুল হক, আল আমিন, মো. সুরুজ আলী, মো. সুমন মিয়া, মো. আব্দুল জলিল, পারভেজ হোসেন, শারমিন আক্তার, লিটন মিয়া, মুক্তার হোসেন ও তৃনা সিদ্দিকী।
Advertisement
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন বলেন, জেলাজুড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিভিন্ন মামলার আসামি। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এমন ব্যক্তিদেরও ধরতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ চেষ্টা চালাচ্ছে।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এএসএম