নারী ও শিশু

নারী জাগরণের পথিকৃত ছিলেন নূরজাহান

নূরজাহান বেগম শুধু পত্রিকার সম্পাদকই ছিলেন না, তিনি সাহিত্য চর্চা, নারীর ক্ষমতায়ন, প্রবল চিন্তা শক্তিসহ বেগম রোকেয়াদের ধারাবাহিকতা রক্ষা করেছেন। তিনি ছিলেন নারী জাগরণের পথিকৃত।সোমবার বাদ জোহর নারিন্দার বাসভবনে নূরজাহান বেগমের প্রথম জানাজায় অংশ নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।আসাদুজ্জামান নূর বলেন, বেগম রোকেয়াদের পরবর্তী সময়ে নূরজাহান বেগম পত্রিকাটি সফলভাবে হাল ধরেছিলেন। আজ তার অবর্তমানে বেগম পত্রিকাটির সংরক্ষণ প্রয়োজন। ইতোমধ্যে তার বড় মেয়ে পত্রিকাটির মূল দায়িত্ব নিয়েছেন। আমরা তাকে সম্পূর্ণ সহযোগিতা করবো।তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও জাগরণে বেগম রোকেয়া, জাহানারা ইমাম, সুফিয়া কামালদের যোগ্য উত্তরসূরী ছিলেন নূরজাহান বেগম।উল্লেখ্য, নূরজাহান বেগমের প্রথম জানাজা শেষে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।  যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা জানানো শেষে রাতেই তাকে মিরপুরস্থ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের কথা রয়েছে।এর আগে, সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এআর/জেইউ/এআরএস/আরআইপি

Advertisement