দেশজুড়ে

কাঠ পোড়ানোর অপরাধে ভাটা মালিকের লাখ টাকা জরিমানা

কাঠ পোড়ানোর অপরাধে ভাটা মালিকের লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে কাঠ পোড়ানোর অপরাধে ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের জিএলবি ইটভাটার মালিক বনি আমিনকে এ জরিমানা করা হয়।

Advertisement

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।

এসএম মিকাইল ইসলাম বলেন, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় জিএলবি ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

Advertisement