আন্তর্জাতিক

আফগানিস্তানে নিহত ৫৪

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় সেনা অভিযান ও হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪৪ জন তালেবান বিদ্রোহী। শনিবার আফগান কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।সর্বশেষ সহিংসতার ঘটনা ঘটেছে শনিবার সকালে। এ সময় পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা এলোপাতাড়ি গুলি চালালে অন্তত এক বেসামরিক লোক নিহত ও তিনজন আহত হয়। শনিবার প্রদেশ সরকার এক বিবৃতিতে এ কথা বলেছে।এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সাংঘর্ষিক এলাকাগুলোতে কয়েক দফা অভিযানে অন্তত ৪৪ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, গজনি, কান্দাহার, পাকিটিকা, খোস্ট, উরুজগান, বাদাখশান, জোজান, সার-ই-পল, লোগর ও কুনার প্রদেশে শুক্রবার এ সব অভিযান চালানো হয়। এ সময় আটজন আহত ও একজনকে আটক করে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্স।এ ছাড়া এ সব অভিযানে নিরাপত্তাবাহিনী বেশ কিছু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক ডিভাইস উদ্ধার করে। অন্যদিকে, লোগার প্রদেশে শুক্রবার ন্যাটোর বিমান হামলায় অন্তত পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে প্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়া কান্দাহার প্রদেশে বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়। এর মধ্যে তিনজন নিরাপত্তাবাহিনীর সদস্য। সূত্র : সিনহুয়া।

Advertisement