জাতীয়

জিহাদের বাবা নিখোঁজ!

২৩ ঘণ্টা পর রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের পাইপ থেকে সাধারণ মানুষের চেষ্টায় শনিবার বেলা তিনটার দিকে শিশু জিহাদের বাবা নাসির উদ্দিনের খোঁজ পাওয়া যাচ্ছে না।জিহাদকে উদ্ধারের পর বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সঙ্গে ছিলেন নাসির। হাসপাতালেও তিনি সন্তানের সঙ্গে ছিলেন। আনুষ্ঠানিকভাবে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন কে এম নিয়াজ মোর্শেদ যখন সাংবাদিকদের জানান, অনেক আগেই জিহাদ মারা গেছে। তখনও সেখানে তার উপস্থিতি ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, এর পরপরই পুলিশের পিকআপ ভ্যানে জিহাদের বাবাকে তুলে নেওয়া হয়।গণমাধ্যমের কর্মীরা হাসপাতালের বিভিন্ন জায়গা, মর্গ, জরুরি বিভাগ, শাহজাহানপুর থানা ও বাসায় নাসির উদ্দিনের খোঁজ করতে থাকেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। স্বজনেরাও জানাতে পারেননি তিনি কোথায়। তারা দাবি করেন, আগে থেকেই নাসির পুলিশের হেফাজতে আছেন।এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান মতিঝিল বিভাগের উপকমিশনারের বরাত দিয়ে জানান, শিশুটিকে উদ্ধারের পর তার বাবাকে ছেড়ে দেওয়া হয়। তিনি কোথায় আছেন, পুলিশ জানে না।

Advertisement