অর্থনীতি

শবে বরাতে গরুর মাংসের দাম ৪৫০ টাকা

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীর বাজারে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর মাংস। কেজি প্রতি ৫০ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। আবার কোথাও কোথাও ৪৬০ টাকাতেও বিক্রি হয়েছে। আর ফার্মের মুরগির দামও বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা। এছাড়াও চিনি, বুটের ডালের দামও বেশি রাখা হয়েছে ক্রেতাদের কাছ থেকে।শবে বরাতে দরকার এমন পণ্য রোববার দিনভর ব্যস্ততার সঙ্গে বিক্রি করেছেন বিক্রেতারা। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে মাংসের দোকানে। রাজধানীর উত্তরার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রত্যেকটিতে গরুর মাংস কেনার জন্য ক্রেতাদের ভিড়। সেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৬০ টাকায়।এছাড়া রাজধানীর বাড্ডা এলাকা ঘুরে দেখা গেছে, মাংসের দাম দেখে অনেক স্বল্প আয়ের লোক ফিরে যাচ্ছেন। আবার ২৫০ গ্রাম মাংস কিনছেন এমন ব্যক্তিও পাওয়া গেছে। সেখানকার সাতারকুল রোডে একজন নারী ২৫০ গ্রাম মাংস কিনেন। ছালেহা বেগম নামে ওই মহিলা জানান, তার দুই মেয়ে গার্মেন্টস এ চাকরি করে। শবে বরাতে সবাই ভালমন্দ খায়। তিনিও আধাকেজি গুরুর মাংস কিনতে এসেছিলেন। কিন্তু দাম বেশি হওয়ায় এক পোয়া কিনতে হল। জানা যায়, শবে বরাতে চিনির চাহিদা বেড়ে যায়। তাই গত এক সপ্তাহে পণ্যটির দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। শবে বরাতে হালুয়া তৈরির জন্য বুটের ডালের প্রয়োজন হয়। বেশ কিছুদিন ধরে ছোলার সঙ্গে বুটের ডালের দামও বাড়ছিল। রোববার বাজারে বুটের ডাল মান ভেদে কেজি প্রতি ৯৫ থেকে ১১০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। সপ্তাহ দুয়েক আগেও যা ৮৫ থেকে ৯০ টাকা ছিল বলে জানান বিক্রেতারা। এছাড়াও লেবু ও শসার দামও বাড়তি ছিল।উত্তরার আশকোনা কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ী আবদুর কাদের জানান, ব্রয়লার মুরগি কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। এছাড়া পাকিস্তানি মুরগির দামও বেশি।তিনি দাবি করেন, বৃষ্টির কারণে সরবরাহ কম অথচ শবে বরাতের জন্য চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। এইচএস/জেএইচ/এবিএস

Advertisement