অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
Advertisement
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান (মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্ব) সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম।
আরও পড়ুন উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ জাতির বৃহৎ স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে থাকা উচিত: নাহিদ নাহিদের ৬ মিনিট ৩৩ সেকেন্ডের প্রেস ব্রিফিং যেমন ছিল নাহিদকে রাজপথে স্বাগত জানালেন সারজিসপদত্যাগপত্রে নাহিদ ইসলাম লেখেন, ‘আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গত ৮ আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি।
Advertisement
এমতাবস্থায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি।’
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর উপদেষ্টা পরিষদে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
আরও পড়ুন নাহিদকে নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি থাকবে প্রধান উপদেষ্টার কাছে ছেলের জন্য দোয়া চাইলেন নাহিদের মা নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, সপ্তাহ শেষে চূড়ান্ত সিদ্ধান্তআগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্র-জনতার নতুন দল আসছে। নাহিদ ইসলাম নতুন দলে নেতৃত্বে থাকবেন বলে আলোচনা আছে।
নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলে। নাহিদের বাড়ি ঢাকার বাড্ডা এলাকার বেরাইদ ইউনিয়নে।
Advertisement
এমএমএআর/এএসএম